গত চল্লিশ বছর ধরে এই এলাকায় পদ্মার ভাঙন একটা আতঙ্কের কারণ। পদ্মা গিলে খেয়েছে কয়েক হাজার একর জমি, শত শত ঘর বাড়ি সহ বড় বড় জনপদ। তারানাগর গ্রাম পদ্মার গর্ভে চলে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। ১৯৯৪/৯৫ সালে পদ্মায় তারানগর গ্রামের ভাঙনের পরে মোটামুটি পদ্মার এই পাড় অর্থাৎ তারানাগর এলাকার দিকে পদ্মায় চর পড়ে যায়। তখন বাংলাদেশের দিকে পাড় ভাঙতে থাকে।
by জাহাঙ্গীর আলম | 01 January, 1970 | 205 | Tags : Padma Erosion Taranagar River Bank Restoration